নরসিংদী প্রতিনিধি : নরসিংদী মেজবান রেষ্টুরেন্ট এর সামনে জেলখানা মোড়ের মেহমানখানায় প্রতিদিন আপ্যায়িত হন সমাজের সুবিধাবঞ্চিত তিন থেকে সাড়ে তিন শতাধিক অনাহারী মানুষ। বৃহস্পতিবার ৫ আগষ্ট নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল পারভেজ এর উদ্যেগে আজ তৃতীয় দিনের মত এ কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। যোহরের আজান দেয়ার সাথে সাথে সাথে এখানে অনাহারীর সমাগম শুরু হয়। চলে বিকাল ৩টা পর্যন্ত। চেয়ার টেবিলে বসে আরাম করে খেতে পেরে আনন্দিত তারা।
আয়োজনকারী মোঃ মাজহারুল পারভেজ জানান, অধ্যাপক মহসিন শিকদার ও মোকারম হোসেন ভুঞাসহ কয়েকজনকে সংগে নিয়ে এ মহৎ কাজ করার চিন্তা শুরু করি। গত তিন দিনে ইতোমধ্যে ব্যাপক সারা পেয়েছি। অনেকেই আমাদের সাথে যুক্ত হওয়ার আকুতি জানিয়েছেন। ইনশাল্লাহ এই মহামরি দুর না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ । প্রথম দিন এ শুভ কাজের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো:মেহেদী মোর্শেদ।
তৃতীয় দিন এ মহৎ কর্ম মেহমানখানায় উপস্থিত থেকে পরিদর্শন করেন নরসিংদী জজ কোর্টের জিপি এডভোকেট লুৎফর রহমান সরকার তারেক, নরসিংদী মডেল কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক ভুঞা, পরিচালক জাকারিয়া প্রধান, ট্রেজারার মোস্তফা আলআমীন, পরিবেশ কর্মকর্তা ফাইজুল কবির, এড. জাহিদ, শফিকুল ইসলাম স্বপন, প্রফেসর এ এইচ মিলন অধ্যাপক, মঈনুল ইসলাম মীরু, অধ্যাপক সজীব মিয়া, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রিজ এর পরিচালক শহীদুল হক পলাশ, প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, শিক্ষক নুরুদ্দিন বাদশা ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।