
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৮ মার্চ, শনিবার অনুষ্ঠিত হয় এক ইফতার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল।
বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিজুল ইসলাম দর্জির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদুল কবির নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু। হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে বক্তারপুর স্কুল মাঠে অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি খালেকুজ্জামান বাবলু জোর দিয়ে বলেন, নেতার পাশে ছবি তুলে বিএনপি বনে যাবেন! সেই সুযোগ নেই। কারণ বিগত ১৬ বছরে আপনার কি কর্মকান্ড সেটার মূল্যায়ন করা হবে। বিএনপিতে কোন গুপ্তঘাতকের স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, যারা রূপ বদলায়, তাদের স্থান বিএনপিতে হবে না।
ইফতার পূর্ব আলোচনায় বক্তারা একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে মহানায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা গাজীপুর-৫ আসুন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা একেএম ফজলুল হক মিলনের সুযোগ্য নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেন।
ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক খাইরুল আহসান মিন্টু, বিএনপি নেতা মনির উদ্দিন পাঠান মিঠু, নসা মিয়া, কাজী মাহবুব হাসান সবুজ, আবু নাঈম, খোরশেদ আলম কাজল, রুস্তম আলী, নাজমুল হক বিপ্লব, আমিনুল মেম্বার, মামুনুর রশিদ, লিয়াকত হোসেন, আওলাদ হোসেন, যুবনেতা মাসুম মোড়ল, নয়ন ভূইয়া, ছাত্রনেতা হাবীবুর রহমান হাবীব, বিএনপি নেতা ও সিনিয়র সাংবাদিক মাকসুদেল হোসেন খান মাকসুদ প্রমুখ।