নিউজ ডেস্কঃ মিয়ানমারের বেসামরিক নেত্রী অং সান সুকিকে চার বছরের কারাদন্ড দিয়েছে দেশটির একটি আদালত। সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমত উস্কে দেয়া এবং কোভিড সংক্রান্ত নিয়ম ভাঙার অভিযোগে সোমবার তাকে এ দন্ড দেয়া হয়।
জান্তা মুখপাত্র জ মিন তুন এ কথা জানিয়ে বলেছেন, সেকশন ৫০৫(বি) এর আওতায় সুকিকে দুবছর এবং প্রাকৃতিক দুর্যোগ আইনের আওতায় আরো দুবছর কারাদন্ড দেয়া হয়েছে।