আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেন পদত্যাগ করেছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির মধ্য-বামপন্থী দলের এ নেতা পদত্যাগের ঘোষণা দেন। খবর- ফিনেন্সিয়াল টাইমস
সংবাদ সম্মেলনে লোফভেন জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় নির্বাচনের এক বছর আগেই করোনার কারণে সৃষ্ট জটিল পরিস্থিতিতে পদত্যাগ করলেন তিনি। পদত্যাগের সিদ্ধান্ত তার জন্য সহজ ছিলো না বলেও উল্লেখ করেন লোফভেন।
সুইডেনে দীর্ঘদিন ধরে ডান ও বামপন্থীদের মধ্যে রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা দেখা গেলেও ২০১০ সালের দিকে নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটে। জাতীয়তাবাদী দল সুইডেন ডেমোক্র্যাটস-এর উত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয় দেশটিতে। বর্তমানে সুইস পার্লামেন্টে এটি তৃতীয় বৃহত্তম দল।